1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুন্দরগঞ্জে হালনাগাদ নেই তথ্য

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:৫০ পিএম সুন্দরগঞ্জে হালনাগাদ নেই তথ্য
ছবি: সংগৃহীত
গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জ উপজেলার ২৮টি দপ্তরের আলাদা আলাদা রয়েছে তথ্য বাতায়ন। বাতায়ন পরিচালনার জন্য আছে প্রয়োজনীয় সংখ্যক জনবল ও সরঞ্জামাদী। সকল দপ্তরে সরকারি খরচে ওয়াইফাই সংযোগ আছে। এতোকিছু থাকার পরেও নেই কেবল বাতায়নে হালনাগাদ তথ্য। সে কারণেই তথ্য বিভ্রান্তে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। ফলে জাতীয় তথ্য বাতায়ন ভিজিটে আগ্রহ কমছে তাঁদের।
 
জানা যায়, জাতীয় তথ্য বাতায়ন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত। জনগণের তথ্য ও সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তায় এ জাতীয় তথ্য বাতায়ন। সে কারণে দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রাণয়সহ প্রায় পঁচিশ হাজার সরকারি দপ্তরের রয়েছে নিজস্ব ওয়েব পোর্টাল।
 
গত কয়েকদিনে উপজেলার দপ্তরগুলোর তথ্য বাতায়ন দেখে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের বাতায়নে কর্মকর্তা হিসাবে মো. এনামুল হকের নাম রয়েছে। এখানে তাঁর পদবি উপ-সহকারী পরিচালক উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি মূলত জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হিসাবে কর্মরত। দীর্ঘদিন থেকে দলনেতা হিসাবে মো. আশাদুজ্জামান দায়িত্ব পালন করলেও তার কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি এই বাতায়নে জরুরী প্রয়োজনে যোগাযোগের কোন নম্বর দেয়া নেই। 
 
এ অবস্থা কেবলমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের তথ্য বাতায়নেই নয়। উপজেলার দু’একটা দপ্তর ছাড়া প্রায় সবগুলো তথ্য বাতায়নের চিত্র একই। কোন কোন দপ্তরের বাতায়নে কর্মকর্তার নাম থাকলেও তাঁরা এখানে কবে যোগদান করেছেন সেই তথ্য নেই। এমনকি কর্তাদের সাথে যোগাযোগের কোন নম্বরও উল্লেখ নেই। 
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের বর্তমান কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। তিনি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অথচ তাঁর কোন তথ্য নেই বাতায়নে। বাতায়নে কর্মকর্তার তালিকায় খাদ্য নিয়ন্ত্রক হিসেবে আছেন মো. আব্দুল করিম সরকার। যিনি ২০১৪ সালে এখান থেকে অন্যত্র বদলি হয়ে যান। এই দুই কর্মকর্তার মাঝখানে আরও তিনজন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। তাদের কোনো প্রকার তথ্য নেই তথ্য বাতায়নে।
 
এদিকে, সুন্দরগঞ্জ থানার বর্তমান ওসি মো. আব্দুল্লাহিল জামান। তিনি এখানে যোগদান করেছেন ২০১৯ সালের ৩০ নভেম্বর। অথচ বাতায়নে তাঁর কোনো তথ্য নেই। বাতায়নে অফিস প্রধান (পুলিশ পরিদর্শক) হিসেবে আছেন মনজুর রহমান। যিনি ২০১৩ সালে অন্যত্র চলে যান। এই দুই কর্মকর্তার মাঝে আরও পাঁচজন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। যাদের কোনো তথ্যই নেই বাতায়নে। এছাড়াও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম দায়িত্ব পালন করলেও বাতায়সন বলছে জালাল উদ্দিনের নাম। যিনি প্রায় ৮ বছর আগেই চলে গেছেন অন্যত্র।
 
একই অবস্থা পরিবার পরিকল্পনা অফিসেরও। সেখানে কর্মকর্তা হিসাবে দেখা যাচ্ছে মো. ইউসুফ আলীর নাম। যিনি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চলে যান এখান থেকে। বর্তমান সাব-রেজিস্ট্রার হিসাবে কর্মরত রয়েছেন রাফায়েল ফাতেমী। তাঁর কোনো তথ্যই নেই বাতায়নে। আছে রামজীবন কুন্ডের নাম। যিনি ২০১৯ সালে এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। দু’জনের ফাঁকে এসেছিলেন আরেক কর্মকর্তা এসএম কামরুল হোসেন। অথচ তাঁর কোনো তথ্য আপলোড করা হয়নি সাব-রেজিস্ট্রার অফিসের নিজস্ব ওয়েব সাইটে। 
 
স্থানীয়দের অভিযোগ, বাতায়নে নিয়মিত তথ্য আপলোড না করায় তথ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়াও তথ্য বিভ্রান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ফলে বাতায়ন ভিজিটে নিরুৎসাহিত হচ্ছেন এখন অনেকে। আর এরজন্য সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করছেন তাঁরা। তাঁরা বলছেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতে বিপুল অর্থ ব্যয়ে তৈরি সুন্দরগঞ্জের তথ্য বাতায়নটি এখন নাম মাত্র। সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তায় তৈরি বাতায়নে নিয়মিত তথ্য আপলোড করার জোর দাবীও তোলেন স্থানীয়রা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘বাতায়নে নিয়মিত হালনাগাদ তথ্য আপলোড করতে হবে। তথ্য আপলোড করা সংশ্লিষ্ট অফিসের নিয়মিত কাজ। বাতায়নে নিয়মিত তথ্য আপলোড নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও কেউ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner