মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পানির ট্যাংক বিতরন
          
             এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি             প্রকাশিত: জুলাই ১৫, ২০২১,  ০২:৪৫ পিএম          
          
                    
                    ছবিঃ সংগৃহীত
          
          বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে দরিদ্র ও হত-দরিদ্র ১৪৭ টি পরিবারের মাঝে  ১৯২ টি এবং অত্র উপজেলার ৫ টি কমিউনিটি ক্লিনিকে  বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি  প্রদান করা হয়।
 
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিতরন অনুষ্ঠানে উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মোরেলগঞ্জ প্রধান কর্মকর্তা লাভলী আক্তার  এর সঞ্চালনায়  ও উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মোরেলগঞ্জ উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমুখ।