চট্টগ্রামে নতুন শনাক্ত ৬১১: মৃত্যু ৪
          
             শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি             প্রকাশিত: জুলাই ৭, ২০২১,  ০১:৪৩ পিএম          
          
                    
                    ফাইল ফটো
          
          চট্টগ্রামঃ গত ২৪, ঘন্টায় করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
 
গত ২৪, ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৬৩৪, জনের নমুনা পরিক্ষা করে ৬১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
 
আজ (৭ জুলাই) বুধবার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
 
চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ২০০  জন। এবং মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।
 
উল্লেখ্য, চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের প্রথম দিকে সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ৮,টি এলাকাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।