ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০, মৃত্যু ২
          
             এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি             প্রকাশিত: জুন ২৭, ২০২১,  ১২:৩৭ পিএম          
          
                    
                    ফাইল ফটো
          
          ঝিনাইদহঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৩৬টি নমুনা পরীক্ষায় ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
 
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আগামী নিউজকে জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার পরীক্ষায় ১৯০ জন নতুন আক্রান্ত হয়েছেন।
 
এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৪, শৈলকুপায় ১৫, হরিণাকুণ্ডুতে ১২, কালীগঞ্জে ২০, কোটচাঁদপুরে ১৪ ও মহেশপুরে ৫ জন আক্রান্ত হয়েছেন। 
 
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৯৪ জনে। জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। মোট মৃত্যু হলো ৮৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫৩ জন।