শরণখোলায় ৭ দিনের সর্বাত্বক লকডাউন শুরু
          
             মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি             প্রকাশিত: জুন ২৪, ২০২১,  ০৬:০৯ পিএম          
          
                    
                    ছবিঃ আগামী নিউজ
          
          বাগেরহাটঃ চলোমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৪ জুন সকাল থেকে বাগেরহাট জেলার সব কটি উপজেলায় একযোগে লকডাউনের ঘোষনা  করা হয়।
লকডাউনের প্রথম দিনে প্রশাসন কিছুটা ছাড় দিলেও আগামীকাল থেকে তারা হার্ড লাইনে থাকবেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন দুই শতাধিত ছোট যান-বাহনের চাবী জব্দ করেছেন।
লকডাউনে শরণখোলায় স্থানীয় ও দুরপাল্লার বাস চলাচলা বন্ধ থাকলেও মানুষ বিকল্প ভাবে ভ্যান, মটর সাইকেল ও ইজিবাইকে চলাচল করছে। মাস্ক ছাড়াই অপ্রয়োজনে মানুষ ঘোরাফিরা করছে হাট-বাজারে। পরিপূর্নভাবে কেউই মাস্ক ব্যবহার করছেনা। কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত দোকানও খোলা রাখছে।
 
ওদিকে পুলিশ উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের মোড়ে বেড়িকেট  বসিয়ে  মানুষের চলাচল নিয়ন্ত্রনের  চেষ্টা করছে।
 
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, লকডাউন কার্যকরী করতে তিনি মাঠে রয়েছেন। ইতোমধ্যে তিনি দুই শতাধিক মটরসাইকেল, অটোভ্যান ও ইজিবাইকের চাবি জব্দ করেছেন। দোকান খুলে রাখার দায়ে তিনজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন। করোনা নীতি উপেক্ষাকারীদের  কাউকে ছাড় দেয়া হচ্ছেনা।
 
উল্লেখ্য, শরণখোলায় গত ২৩ দিনে ১৯৮ জনের কোভিড ১৯ টেস্টে  ৬১ জনের করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপে এখানে ৩ জন করোনা রুগীর মৃত্যু হয়।