ফকিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১
শেখ বাদশা, বাগেরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২১, ০১:৩৫ পিএম
ফাইল ফটো
বাগেরহাটঃ জেলার ফকিরহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বৃদ্ধের নাম মিন্টু শেখ ( ৬০)।
সে ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের বাসিন্দা। শিশুটির মা বাদী হয়ে বুধবার (২ জুন) বিকালে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শিশুটির মা জানায়, রোববার সকালে তাদের পানের বরজ থেকে বাড়ি ফেরার পথে তার কন্যাকে প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে মিন্ট নামে এক ব্যক্তি ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে লোকজন ছুটেএলে ধর্ষক মিন্টু পালিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ওসি মো. খায়রুল আনাম জানান, উপজেলার পিলজঙ্গ এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।