ভোলার ১০ গ্রামের মানুষের ঈদ আগামীকাল
ভোলা প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২১, ০৯:৫৯ পিএম
ফাইল ফটো
ভোলাঃ সারাদেশের ধর্মপ্রান মুসলমান শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার কথা থাকলেও উপকূলীয় দ্বীপ জেলা ভোলার ৫ টি ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরিয়তপুর জেলার নুরিয়া উপজেলার দরবারে আউলিয়া সুরেশ্বরী দরবার শরিফ পীরের ও চট্টগ্রামের সাত কানিয়ার ভক্তরা প্রতি বছর ভোলায় একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।
সুরেশ্বরী দরবার শরিফ পীরের মুরিদ ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত খলিফা মোঃ মজনু মিয়া আজ বুধবার দুপুরে এ প্রতিনিধিকে জানান, ভোলার ৫ টি ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ বৃহস্পতিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
সকাল সাড়ে ৮ টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে তার বাড়ির আঙ্গিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ওই ইউনিয়নের টবগী গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯ টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
মজনু মিয়া আরও বলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন, শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজের শিবপুর, চাঁদপুর, চাচড়া, খাসেরহাট গ্রাম। লালমোহন উপজেলার পৌর শহর, লাঙ্গলখালী, ফরাজগঞ্জ, গ্রাম, এবং চরফ্যাশন উপজেলার পৌর এলাকা, দুলার হাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখছেন। এবং একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করছেন।