1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধান কাটতে কৃষকের পাশে যুবলীগ

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি  প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:৩০ পিএম ধান কাটতে কৃষকের পাশে যুবলীগ
ছবি: আগামী নিউজ

ঢাকা: করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিকের বেশ সংকট দেখা দিয়েছি, সে কারণে জমির পাকা ধান ঠিকমতো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাজ। এমনি অসহায় এক কৃষক আশুলিয়ার নলাম এলাকার হাচান আলী। কৃষক হাচান আলীর সেই চিন্তার ভাজ দুর করতে তিন বিঘা জমির দান কেটে দিলো আশুলিয়া থানা যুবলীগ।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকার অসহায় এক কৃষকের ধান কাটে ঘরে তুলে দেন যুব লীগ নেতাকর্মিরা।

এ ধান কাটায় অংশগ্রহন করেন, আশুলিয়া থানা যুব লীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়া, যুবলীগ নেতা, সালাউদ্দিন সরকার, শামিম মন্ডল, বকুল হোসেন ভুইয়া ও আবুল হোসেন ভূইয়া সহ অন্যান্য কর্মিরা।

কৃষক হাচান আলী বলেন, করোনার কারণে লকডাউনের মধ্যে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। যাও পাওয়া যায়, তাদের মজুরি অনেক বেশি। ফলে ক্ষেতে ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে কবির হোসেন সরকার ও মইনুল ইসলাম ভূঁইয়া সহ উনাদের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার তিন বিঘা ক্ষেতের ধান কেটে দেন। আমি তাদের এ সাহায্যের কথা কখনো ভুলব না।

এ বিষয়ে আশুলিয়া থানা যুব লীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কৃষকদের সুবিধার জন্য ধান কেটে দিয়েছি।এ মৌসুমের ধান না কেটে শেষ করার পর্যন্ত আমরা অসহায় কৃষদের খোঁজ নিয়ে তাদের ধানগুলো কেটে ঘরে তুলে দিবো

প্রসঙ্গত যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুব লীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল এর দিক নির্দেশনায় আশুলিয়া থানা যুবলীগের উদ্দোগে গত কয়েক দিনে বেশ কয়েকজন অসহায় কৃষকের প্রায় ২০ বিঘা জমির ধান কেটে দেওয়া হয়।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner