
বরিশালঃ বাকেরগঞ্জ উপজেলা সদরের ভিআইপি কলোনি ও সাইফুদ্দিন মার্কেট সংলগ্ন সুবিদখালী সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও দুইজন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ সময় তার মোটরসাইকেলের আঘাতে আরও দুই পথচারী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আগামীনিউজ/জনী