
গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলার সুমি আকতার (২০) নামে এক নববধুর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের দিকে নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু সমি আকতার ওই গ্রামের মৃত সমুর আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস আগে বিয়ে হয় সুমির। এ বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এখানে সুখের সংসার গড়াতে পারিবারিকভাবে গবাদীপশু লালন পালন শুরু করে। এরই একপর্যায়ে মঙ্গলবার দুপুরের গরুর ঘাস সংগ্রহ করতে পার্শ্ববর্তী প্রতাপ এলাকার একটি মাঠে যায় সুমি। এসময় ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনা স্থলে মারা যায় সুমি।
এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, এ ঘটনাটি লোকমুখে শুনেছি।
আগামীনিউজ/এএস