1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০২:০৬ পিএম ঠাকুরগাঁওয়ে  ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওঃ ১৫ হাজার ইয়াবাসহ আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 

গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মু. মোসফেকুর রহমান, ডিবি ওসি রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক ডিআইও-১ নাজমুল আলম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়ার প্রতিনিধিগণ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান গ্রেফতারকৃত মাদকবিক্রেতা জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দলুয়া কুল্লী বস্তি গ্রামের মু. ভোদা মিঞার ছেলে। 

তিনি আরও জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনা ও পরিকল্পা অনুযায়ী রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টারে বাস থেকে নামার সময় ওই যুবককেগত সোমবার ( ২৬ অক্টোবর) তাকে হাতে নাতে ধরে ফেলে। 

এ সময় তার সাথে থাকা সহযোগি আমানুল্লাহ আমান (৪৫) একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকে ৩ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

মাদকের সম্রাট তিন ভাই বালিয়াডাঙ্গী উপজেলার দলুয়া কুল্লী বস্তি গ্রামের সামসুল হকের ছেলে শাহজাহান (২৩),  হারুন অর রশীদ (৪০) ও দুলাল হোসেনের (৩১) বাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালে তাদের শয়নকক্ষ হতে ১২০পিচ ইয়াবা, ১০৩টি সীমকার্ড, ১টি রেজিষ্টার, ১টি ডায়রী ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যে রেজিষ্টার এবং ডায়রিতে ইয়াবা ট্যাবলেটের হিসাব সংক্রান্ত তথ্যের প্রমাণ পাওয়া যায় বলে জানান তিনি। 

এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও থানা এবং বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner