1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে মায়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০৪:৫৬ পিএম দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে মায়ের মৃত্যু
ফাইল ছবি

হবিগঞ্জঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই  ছেলের মারামারি থামাতে গিয়ে একজনের আঘাতে প্রাণ হারালেন তাদের মা।

 

সোমবার (২৬ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবিয়া বেগম (৪২) ওই নারী মারা যান। 

 

মৃত্যুর বিষয়টিনিশ্চিত করেন জানিয়েছেন উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এরশাদ আলী।

 

মৃত রাবিয়া ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী।

 

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, রোববার সকালে রাবিয়ার ছেলে রিপন মিয়া ও সিপন মিয়ার মধ্যে মারামারি হয়। রাবিয়া সেই মারামারি থামাতে এগিয়ে যান।

 

এ সময় রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন তিনি।

পরে স্থানীয়রা ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু ঘটে।

 

এদিকে, সোমবার সকালে খুনের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ নোয়াগাঁও গ্রামে যায়। ততক্ষণে পালিয়ে যায় মৃতের দুই ছেলে।

 

 বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

মোহাম্মদ শাহ আলম/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner