1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিয়ের দুদিন পর কবিরাজের বাড়িতে বরের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৯:১০ পিএম বিয়ের দুদিন পর কবিরাজের বাড়িতে বরের মৃত্যু

মৌলভীবাজারঃ বিয়ের সপ্তাহ না পেরুতেই কবিরাজের বাড়িতে গিয়ে নতুন বর বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বর মছব্বির হোসেন (২২) উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মছব্বির হোসেন ছোটবেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পাগলামি বৃদ্ধি পায়। তবে দুবছর থেকে সে সুস্থ হয়ে কাজকর্ম করে সংসার চালাত। গত বছর মছব্বিরের মা মারা যাওয়ায় সংসার না চলায় গত এক সপ্তাহ আগে মছব্বিরকে বিয়ে করায় তার পরিবার। কিন্তু বিয়ের দুদিন পর থেকে সে আবারও পাগলামী শুরু করে। তার পরিবারের লোকজন বিভিন্ন কবিরাজের কাছে মছব্বিরকে নিয়ে যায়।

ঘটনার দিন সকাল থেকে মছব্বিরের পাগলামী বেড়ে যায়। আবারও কবিরাজ দেখানোর উদ্দেশে তার ছোট ভাই মোতাচ্ছির বৃহস্পতিবার বিকালে তাকে মৌলভীবাজার নিয়ে যায়।

এসময় কবিরাজ বাড়িতে না থাকায় সেখানেই কোনো এক ফাঁকে সে বিষপান করে।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট পাঠানো হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মছব্বিরকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত মছব্বিরের ময়নাতদন্ত হয়।কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট রয়েছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner