 
       
                    
          
          বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুন) মধ্যরাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে ২ মাদকসেবি কে আটক করেছে পুলিশ।
আটককৃতরা, দুপচাঁচিয়া উপজেলার চৌমূহনী এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম হাবিব নাহিদ(২২) এবং মেইল বাসস্ট্যান্ড এলাকার আ.লতিফের ছেলে শিবলী নোমান(২৩)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, মাদকবিরোধী অভিযানে দুপচাঁচিয়া জেকে কলেজ মাঠে মাদক সেবনের অভিযোগে ২ জন কে আটক করে পুলিশ। এসময় মাদক সেবনের সরঞ্জাম মাটির কলকি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর ওই আসামীদের শুক্রবার (২৪ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএস
-20251013141837.jpg) 
    -20251013095452.jpg) 
     
     
     
    -20250923081410.jpg) 
     
     
     
    -20250815155757.jpg)