1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:৪০ পিএম বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

ঢাকাঃ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও এ দেশীয় সমর্থকরা ছিল বিশ্ব মিডিয়ার আলোচনায়। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কেন বাংলাদেশিদের মধ্যে এত উত্তেজনা- তা নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা রীতিমত অনুসন্ধানে নামেন। যা নজর এড়ায়নি বিশ্ব চ্যাম্পিয়ন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনিরও। এবার সে বিষয়ে মুখ খুললেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার দেড়মাস পার হয়েছে। কিন্তু অন্যতম জনপ্রিয় আসরটিকে ঘিরে ঘটে যাওয়া নানা বিষয়ে এখনও আলোচনা চলছেই। খুদে জাদুকরকে ঘিরে সারা বাংলাদেশে এত উন্মাদনায় অভিভূত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলেছেন নিজ দেশের ওলে পত্রিকার সঙ্গে।

বাংলাদেশ প্রসঙ্গে ব্যক্তিগত সর্বোচ্চ দু’বার গোল্ডেন বল-জয়ী মেসি জানান, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের সমর্থন দেখেছি। সব জায়গায় শুধু ১০ নম্বর জার্সি। ফাইনালের আগে সোফি মার্টিনেজ আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে দেখা সত্যিই সুন্দর।’

সাক্ষাৎকারে সাধারণ আর্জেন্টাইনদের নিয়ে কথা বলার পরই উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। যেখানে বেশ স্বাচ্ছন্দ্যভাবেই বাংলাদেশ নিয়ে এসব কথা বলেন লিও মেসি।

এর আগে বাংলাদেশের সমর্থন নিয়ে মুখ খুলেছিলেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্ক্যালোনি। ডি স্পোর্টস রেডিওর এক প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেছিলেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। দিয়োগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে সেখানে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।’

তাছাড়াও বিশ্বকাপে মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থন নিয়ে ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) তাদের ভেরিফাইড টুইটারে এক ভিডিও পোস্ট করেছিল। ফিফার সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ‌‘এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছে।’

বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। ৩৬ বছরের শিরোপাখরা কাটানোয় তাদের মুহূর্তগুলো হয়ে ওঠে আরও রঙিন। এতে দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে তারা শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner