1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মালদ্বীপের লিগে খেলতে গেলেন সাবিনা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০২:৪০ পিএম মালদ্বীপের লিগে খেলতে গেলেন সাবিনা

ঢাকাঃ বাংলাদেশের সাফ জয়ের রেশ কাটেনি এখনও। এখনও সবার মুখে মুখে মেয়েদের এই কীর্তি। বর্তমানে দল ছুটিতে থাকলেও বিশ্রাম নেই অধিনায়ক সাবিনা খাতুনের। মালদ্বীপের লিগে খেলতে আজ সকালে ঢাকা ছেড়েছেন তিনি। তার সঙ্গী হয়েছেন আরেক ফুটবলার সুমাইয়া। 

সাবিনা খাতুন মালদ্বীপের লিগে খেলছেন কয়েক বার। এবারের যাত্রাটা একটু ভিন্ন। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন। মালদ্বীপে নারী ফুটসাল লিগে খেলবেন সাবিনা। এই টুর্নামেন্টটি প্রায় এক মাসের। সাবিনা মালদ্বীপের আর্মি দলে খেলবেন।

সাবিনা ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে। এরপর ২০১৬ সালে দু’বার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। গোলও করেছেন অনেক। এবার হয়তো আগের কীর্তিগুলোকেও ছাড়িয়ে যাবেন- এমন প্রত্যাশা সবার।

সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন ২১ সেপ্টেম্বর। এর পর এক সপ্তাহ নানা সংবর্ধনা গ্রহণ করেছেন। ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের নারী ফুটবলাররা ছুটিতে আছেন। মারিয়ারা বাড়িতে গেলেও সাবিনা দেশের বাইরে লিগ খেলতে গিয়েছেন। 

খেলোয়াড়েরা ছুটি পেলেও বিশ্রাম নেই কোচ ছোটন-লিটুদের। তারা অ-১৫ দলকে অনুশীলন করিয়ে যাচ্ছেন সাফের আসর সামনে রেখে। 

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner