1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আজ মাঠে নামবেন সাবিনারা, প্রতিপক্ষ মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১২:১০ পিএম আজ মাঠে নামবেন সাবিনারা, প্রতিপক্ষ মালয়েশিয়া

ঢাকাঃ দেশ ও দেশের বাইরে অনেক আন্তর্জাতিক ম্যাচই খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি একটু ভিন্ন রকম সাবিনাদের। জামালরা হরহামেশা ঘরের মাটিতে ফিফা প্রীতি ম্যাচ খেলেন। সেখানে আজই দেশের মাটিতে ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ছয়টায় শুরু হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ।

জাতীয় দল যেমন নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পায় না, তেমনি আগে কখনো খেলেনি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। এবারই তারা প্রথমবারের খেলতে যাচ্ছে এ ম্যাচ। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দুইটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুন রবিবার।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। দুই দেশ এর আগে একবারই মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। মালয়েশিয়া জিতেছিল ২-১ গোলে। আজকের ম্যাচে তাই সব দিক দিয়েই বাংলদেশ পিছিয়ে। কিন্তু তাই বলে মাঠে ছেড়ে কথা বলতে চাইবেন না গোলাম রব্বারি ছোটনের শিষ্যরা।

তিনি বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করেছি। এ দুই ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে। তবে আমরা এখন এ ম্যাচ দুটিকেই গুরুত্ব দিচ্ছি। আমাদের বয়সভিত্তিক দলগুলো ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। আমার প্রত্যাশা এবার সিনিয়র দলও ভালো খেলবে। মালয়েশিয়া অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকবে। তবে আমাদের মেয়েরা ফিটনেসের দিক দিয়ে ভালো অবস্থায় আছে।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘৯ মাস পর সিনিয়র টিমের খেলা। আমি মনে করি, র‌্যাংকিং বাড়ানোর ভালো সুযোগ এটি। আমরা বয়সভিত্তিক ফুটবলে ভালো খেলে আসছি। সিনিয়রদের ম্যাচ সেভাবে খেলতে পারছি না। আমরা চেষ্টা করব ঘরের মাঠে দেশবাসীকে ভালো খেলা উপহার দিতে।’

মালয়েশিয়ান কোচ জ্যাকব জোসেফ বলেন, ‘বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলটি ভারতকে হারিয়েছে। ভারত অনেক শক্তিশালী দল। এমন একটি দলকে হারানো মানেই বুঝতে হবে বাংলাদেশের মেয়েরা ফুটবল অনেক উন্নতি করেছে। আমাদের অধিকাংশ খেলোয়াড়ের বয়সই ২০ বছরের নিচে।’

তিনি আরও বলেন, ‘এখানে আসার আগে এক সপ্তাহ অনুশীলন করেছে মেয়েরা। মূলত আমরা প্রস্তুতি নিচ্ছি জুলাইয়ে অনুষ্ঠেয় এএফএফ (আসিয়ান ফুটবল ফেডারেশন) টুর্নামেন্টের জন্য। এই ফিফা ম্যাচ দুটি ওই টুর্নামেন্টের জন্য আমাদের সহায়তা করবে। বাংলাদেশ আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে তাই এসেছি। এতে ভাল হয়েছে, আমরা স্বাগতিকদের দুর্বলতাগুলো দেখতে পাবো।’ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা তিনজন ফুটবলার রয়েছেন এই দলে। একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলেই আমি মনে করি।’

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner