1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

১৫৩ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১০:২০ পিএম ১৫৩ রানে অলআউট বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকা: ওমানের বিপক্ষে ২১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে ঘুড়িয়ে দাড় করান ওপেনার মোহাম্মদ নাঈম। 

তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১০১ রানে রানআউট হয়ে সাজ ঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে ২৯ বলে ৬টি চারের সাহায্যে করেন ৪২ রান। 

নুরুল হাসান সোহানকে চার বলে মাত্র ৩ রান শেসে ফেরান উইকেটকিপার।

এরপর একাই লড়াই চালিয়ে যান নাঈম শেখ। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্যর কারণে একাদশে জায়গা হয়নি নাঈমের। 

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবধানি ব্যাটিং করেন নাঈম শেখ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ১৫৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

তবে শেষ চার ওভারে ৬ উইকেট হারায় বাংলাদেশ। একের পর এক উইকেট পতনের কারণে শেষ ২৪ বলে ৩৩ রানের বেশি করতে পারেনি টাইগাররা। 

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১৬.৪ ওভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। ৫০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৪ রান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে মূলপর্বে খেলতে হলে আজ ওমান এবং পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় ব্যবধানে  জিততে হবে টাইগারদের। 

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের মূলপর্বের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ওমান-পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner