1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নির্বাচনে দিনের ভোট রাতে হয় : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৯:১৬ পিএম নির্বাচনে দিনের ভোট রাতে হয় : কাদের সিদ্দিকী

ঢাকাঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত কয়েক বছর যাবৎ নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়। এখন নির্বাচনে দিনের ভোট রাতে হয়।

শনিবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার বর্ধিত সভায় তি‌নি এসব কথা ব‌লেন।


কাদের সিদ্দিকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম, আজও অনেকে মনে করেন আমরা বিএনপির ঐক্যজোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করি না এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। বরং আমি ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গিয়েছিলাম।

নির্বাচন কমিশনারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সকালে ব্যালট পেপার যাওয়ার কথা বলেছে নির্বাচন কমিশনার। রাতে কোনো ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও একই অবস্থা হবে।

কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।


টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner