
গাজীপুর : টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদপন্থিদের আখেরি মোনাজাত আজ।
রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জামশেদ। গেল শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হয় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা।
এদিকে ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ধর্মপ্রাণ লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে। মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদফতর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে।
এছাড়াও ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে শনিবার ভোররাত ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এবং ঢাকার মহাখালী থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া টঙ্গীমুখী সব শাখা সড়ক বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এর আগে, গত ১০ থেকে ১২ জানুয়ারি একই স্থানে অনুষ্ঠিত হয় মাওলানা যোবায়েরপন্থিদের ইজতেমা।
আগামীনিউজ/এমআর /এনএনআর