1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিত্যপণ্যের বাজার-ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২০, ০৪:৩২ পিএম নিত্যপণ্যের বাজার-ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান
সংগৃহীত ছবি

ঢাকা:রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারসহ ফার্মেসি ও চিকিৎসা সরঞ্জাম বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান চালিয়েছে ভোক্তা অধিদফতর। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে রাজধানীর শান্তিনগর বাজার, মালিবাগ  বাজার, সেগুনবাগিচা বাজার, রামপুরা বাজার ও বাড্ডা এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে করিম ফ্রুট, শরিফ ফ্রুট, শাজাহান ফ্রুট ও বাড্ডা এলাকার তুষার ফার্মাকে স্কাবো-৬ নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করায় জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা দেশের সব ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয় বিক্রির অনুরোধ জানান। দেশের এ ক্রান্তিলগ্নে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্যে ওষুধ, স্যানিটাইজার ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ, স্যানিটাইজার বিক্রি করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বানও জানান তিনি।

আগামীনিউজ/আরিফ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner