1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ড. নিম হাকিমের কবিতা

দেখা শোনা জানা 

সাহিত্য ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১, ০৬:৫৫ পিএম দেখা শোনা জানা 
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

আমার দেখা শোনা জানা
বলতে আছে মানা 
তবুও না বলে পারা যায় না।

হৃদয়ের মাঝে হু হু করে কাঁদে,
তবুও কিছুই বলা যায় না
কখনো মুখ ফুটে বেরিয়ে আসে
কোন কিছুতেই বাঁধ মানে না।

চোখ থাকতেও কানা 
কে যেন আমাকে বলছে
কলম ধর লেখনা?
যা কিছু দেখা শোনা জানা।

ভয় কিসের? এ যে সত্যি কথা,
 শুধু নয় মনের কল্পনা
শোষণের ভয়ে কেন বলবে না।

না লিখে বিবেকের কাছে
পরাধীন মনে হয়, অথচ
আমি যে মানুষ স্বাধীন সত্তা
সে কথাও জানা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner