1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনাভাইরাস: সতর্কের পরেও যেভাবে ছড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৮:৪৮ পিএম করোনাভাইরাস: সতর্কের পরেও যেভাবে ছড়াতে পারে

ঢাকা: করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে আমরা অনেকে মাস্ক ব্যবহার করছি বা সাবান দিয়ে হাত ধুয়ে নেই। কিন্তু শুধু হাত ধোয়া বা মাস্ক ব্যবহারেই আমাদের নিরাপদ করে না। অনেক সময় আমরা বেশ কিছু ছোট-খাটো ভুল হরহামেশাই করে ফেলি যা আমাদের ভাইরাস আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়।

# করোনার প্রতিরোধে অনেকে মাস্ক ব্যবহার করেন। কিন্তু অনেক সময় দেখা যায় মাস্ক কিনতে গিয়ে অনেকে মাস্ক মুখে পড়ে মাপ নেন যে, মাস্কটি তার মুখে যথাযথভাবে লাগে কিনা। এরপর তিনি আবার অন্য মাস্ক দেখেন। এভাবে ক্ষেত্র বিশেষ একেকজন পাঁচ থেকে ছয়টি মাস্ক দেখেন আবার পরে রেখে দেন, যার ফলে ওই মাস্ক ব্যবহার করে অন্য কারো করোনা ঝুঁকি থেকেই যায়।

# অনেক সময় দেখা যায়, অনেকে টাকা আদান-প্রদানের সময় মাস্ক পড়া থাকলেও মাস্ক নামিয়ে তিনি টাকা গুনছেন। ক্ষেত্র বিশেষ তিনি মুখের লালা হাতে লাগিয়ে আবার টাকায় হাত দেন। যার ফলে এ টাকা থেকে অন্যের মধ্যে এ ভাইরাস ছড়ানো ঝুঁকি থাকে।

#  অনেকে পড়ার সময় মুখের লালা লাগিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টা। যার ফলে ভাইরাস সংক্রামণ হতে পারে।

#  নাক-চোখের মতো খোলা জায়গায় হাত লাগিয়ে খোঁচাখুচি করেন অনেকে। এর কারণে ছড়াতে পারে করোনাভাইরাস।

#  বিভিন্ন জায়গার দরজার হাতল, বাসের ছিটসহ অফিসের কি-বোর্ড, মাউসের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস।


আগামী নিউজ/সুমন/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner