1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চট্টগ্রামে আইটি ফেয়ার শুরু হচ্ছে শনিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০৪:০০ পিএম চট্টগ্রামে আইটি ফেয়ার শুরু হচ্ছে শনিবার

চট্টগ্রামে তিন দিন ব্যাপি  আইটি ফেয়ার  শুরু  হচ্ছে শনিবার (২৫ জানুয়ারি)। প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবহারকারীদের মধ্যে সংযোগ স্থাপন, ব্যবসা সম্প্রসারণ ও আইসিটি খাত বিকাশের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হবে।

নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিতব্য এ মেলা  উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম ।মেলা শেষ হবে আগামী সোমবার (২৭ জানুয়ারি)।

বৃহস্পতিবার  (২৩ জানুয়ারি)দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামকে টেক হাব করার লক্ষ্যেই আমরা এ মেলার আয়োজন করছি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলার প্রথমদিন ১১টায় ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শীর্ষক গোলটেবিল আলোচনা হবে। এতে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ, নগর পরিকল্পনাবিদ ও  পেশাজীবীরা অংশ নেবেন।

মেলার দ্বিতীয় দিন বিকালে ‘সাইবার সিকিউরিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সমাপনী দিন বিকালে গ্রামীণফোন আয়োজিত সেমিনার হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে। এতে দেশের ৩০ প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে।

আগামীনিউজ/ইয়াকুব/আরএম

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner