1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জায়েদের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করবেন না মিশা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০১:৩৪ পিএম জায়েদের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করবেন না মিশা
ফাইল ছবি

ঢাকাঃ শিল্পী সমিতির ক্ষেত্রে মিশা সওদাগর ও জায়েদ খান যেন এক বৃন্তে দুটি ফুল। কেননা টানা দুই মেয়াদে এক প্যানেলের নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন তারা। ওই জায়গা থেকে মানিকজোড়ও বলা যায়। তবে মিশার কথায় বোঝা গেল জোড়াটি এখন আর নেই। কেননা আসন্ন নির্বাচনে মিশা সমিতির সভাপতি পদে নির্বাচন করতে চাইলেও জায়েদের সঙ্গে প্যানেল করতে চান না। 

এ প্রসঙ্গে মিশা বলেন, ‘জায়েদ খান আমার ছোট ভাই। তার সঙ্গে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই, নতুন নেতৃত্ব আসুক। আমি যদি নির্বাচন করি তাহলে নতুন কারও সঙ্গে করব। আমি সলিড লোক, সলিড কথা বলতেই পছন্দ করি। তাই বলব, জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা আমার নেই।’

সমিতির বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘সমিতির বর্তমান কমিটি কি করেছে সে আলোচনা-সমালোচনাতে যেতে চাই না। সভাপতি ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই আর নিপুণ আমার ছোট বোন। তাদের ছোট করতে চাই না। যা সম্ভব হয়েছে তারা তাদের মত দায়িত্ব পালন করেছে। ভাল-খারাপ বলার মালিক সমিতির সদস্যরা। অনেকের সঙ্গে আমার কথাও হয়, সেই প্রেক্ষিতে বলছি- এর থেকে আরও বেটার পদক্ষেপ নেওয়ার অনেক জায়গা ছিল।’

এদিকে জায়েদের সঙ্গে প্যানেল সাজানোয় অনীহা প্রকাশের কারণও প্রকাশ করেছেন মিশা। তার মতে জায়েদ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার হাতে প্রচুর কাজ। তার এখন বিশ্রাম নেওয়া উচিত। 

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner