1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফেল করা কুমিল্লা বোর্ডের ৬ শিক্ষার্থী পেল জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১০:৩৭ এএম ফেল করা কুমিল্লা বোর্ডের ৬ শিক্ষার্থী পেল জিপিএ-৫

কুমিল্লাঃ বোর্ডে এসএসসি পরীক্ষায় ফেল করা ৬ শিক্ষার্থী পেল জিপিএ-৫ এবং ৮২ জনের ফল পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে এসব তথ্য নিশ্চিত করেছেন  কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এ বছর বোর্ডের অধীনে অংশ নেওয়া ১৯৩ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের মধ্যে ৮২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এদের মধ্যে ফেল করেছে এমন ৫১ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ছয়জন পেয়েছে জিপিএ-৫। এছাড়া বাকি ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এবার কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

পরীক্ষায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা থেকে অংশ নিয়েছিল দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner