জবিতে ফাইনাল পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট
          
             আতিক ইয়াসির সিয়াম,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি             প্রকাশিত: জুন ১৩, ২০২১,  ০৫:২২ পিএম          
          
                    
                    ফাইল ফটো
          
          ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট থেকে। তবে কুরবানির ঈদের আগে ১৮ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে দুই সেমিস্টারের সকল মিড,  অ্যাসাইমেন্ট ।
 
রবিবার ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
 
জানা যায়, আজকে অনলাইনে একাডেমিক কাউন্সিলের মিটিং এ এ সকল সিদ্ধান্ত নেয়া হয়। 
 
ট্রেজারার বলেন, আজকের মিটিং এ নেয়া সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে। যেহেতু করোনা বেড়ে গেছে আমরা কোনো শিক্ষার্থীকে ঢাকায় এনে বিপদে ফেলতে চাই না। চূড়ান্ত পরীক্ষাগুলো সব ১০ আগস্ট থেকে শুরু হবে। কিন্তু দুই সেমিস্টারের মিড, এসাইনমেন্ট যেভাবে শিক্ষার্থীবান্ধব হয় অনলাইনে শিক্ষকরা ১৮ জুনের মধ্যে তা নিয়ে শেষ করবেন।
 
তিনি আরও বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হবে আর পরীক্ষা ফি, সেমিস্টার ফি এসব সব অনলাইনে নেয়া হবে।