1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রামেবির নতুন ভিসি অধ্যাপক ডা. মোস্তাক হোসেন

আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৭:৪৯ পিএম রামেবির নতুন ভিসি অধ্যাপক ডা. মোস্তাক হোসেন
ফাইল ফটো

রাজশাহীঃ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নয়া ভাইস চ্যান্সেলর (ভিসি) হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এজেডএম মোস্তাক হোসেন।

বৃহস্পতিবার (২৭  মে) রাষ্ট্রপতি ও রামেবির চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৬’ এর ১২(১) ধারা অনুসারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে, অধ্যাপক ডা. মোস্তাক হোসেন ১৯৬০ সালের ১ জানুয়ারি শরিয়তপুর জেলার নড়িয়া থানার বাজনপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস এবং ১৯৯৩ সালে বিসিপিএস থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

আওয়ামী পরিবারের সন্তান প্রগতিশীল এ চিকিৎসক ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখা, রাজশাহী জেলা ও মহানগর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বিএমএর আজীবন সদস্য ও প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এম এ কাসেম বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ১৯৭৩ সালে এমপি নির্বাচিত হন। মা বেগম হাফিজুন্নেসা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, মাদারীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের মেয়াদ শেষ হয়। ওইদিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদকে পরবর্তী উপাচার্য যোগদান না করা পর্যন্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন কাজ পরিচালনার জন্য নিয়োগ দেয়া হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner