 
       
                    
          
          ঝিনাইদহঃ কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম রসুল (৩০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে তালিনা গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম রসুল ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে গোলাম রসুল গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক মটর মেরামতের কাজ করছিলো। সে সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তারিণী পাশা বলেন, গোলাম রসুল হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুইউ
-20251013141837.jpg) 
    -20251013095452.jpg) 
     
     
     
    -20250923081410.jpg) 
     
     
     
    -20250815155757.jpg)