1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অজু করতে গিয়ে দেখেন পুকুরে ভাসছে লাশ

জেলা প্রতিনিধি, ভোলা প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ১০:৪৫ পিএম অজু করতে গিয়ে দেখেন পুকুরে ভাসছে লাশ

ভোলাঃ ভোলায় পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে শহরের হাটখোলা মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জসীমউদ্দিন কডু (৩২) সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে। তিনি শহরের কিচেন মার্কেটে তার বড় ভাই ওয়াসিমের কসাইখানায় কাজ করতেন। 

তার পরিবার পুলিশকে জানিয়েছে, জসিম মৃগী রোগে আক্রান্ত ছিল। 

পুলিশের প্রাথমিক ধারণা, লাশের শরীরে সেহেতু আঘাতের কোনো চিহ্ন নেই। সেহেতু তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে মারা যেতে পারে।

এসআই জাফর জানান, গতকাল শুক্রবার (১৭ মার্চ) থেকে জসিম নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার পরিবার থানায় কোনো নিখোঁজ জিডি করেনি। শনিবার এশার নামাজের জন্য হাটখোলা মসজিদের এক মুসল্লী পুকুরে অজু করতে গিয়ে দেখেন জসিমের লাশ পুকুরে ভাসছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner