1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে ‘সোনার বাংলা’র ২৫ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৭:৩৮ পিএম মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে ‘সোনার বাংলা’র ২৫ যাত্রী আহত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ের থানার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার তিন ঘণ্টা পর ডাবল লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ফের চালু হয়েছে।

জসিম উদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় আমরা গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে পাঠিয়েছি। আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে ট্রেন দুর্ঘটনার দেড় ঘণ্টা পর লাকসাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রতিবেদন লেখা পর্যন্ত রেলওয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর হাসানপুর স্টেশনের স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন।

সোনার বাংলা ট্রেনে কর্মরত রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক তানবীর বলেন, ফেনী রেলস্টেশনে আমরা ইফতার সামগ্রী কিনি। হাসানপুর রেলস্টেশনে প্রবেশের আগে ট্রেনটি আঁকাবাঁকা হয়ে দুলতে থাকে। তারপর হঠাৎ বিকট শব্দ হয়। পরে দেখি ট্রেনটির সঙ্গে থেমে থাকা আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner