1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্পেন থেকে মোটর বাইকে দুই ভাষা প্রেমী

বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৫:৫৫ পিএম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  স্পেন থেকে মোটর বাইকে  দুই ভাষা প্রেমী

বেনাপোলঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্পেন থেকে মোটর সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ফ্লোরিডা ও ম্যাগনিফিসেন্ট নামে দুই বিদেশী বাংলা ভাষা প্রেমী। এসময় তাদের দেখতে সীমান্তে উৎসুক জনতা ভিড় জমায়। ২১ ফেব্রুয়ারীতে তারা জাতীয় স্মৃতিসৌধে  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

 

সোমবার সকালের দিকে স্পেনের এই দুই বিদেশি  নাগরিক ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্ট যোগে যশোরের বেনাপোল চেকপোস্টে পৌছায়। 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারী ভারতের কলকতা থেকে ১০ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল বাইসাইকেল চালিয়ে বাংলাদেশ আসেন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য।

 

জানা যায়, ভাষার জন্য কোন জাতির জীবন ত্যাগ তার ইতিহাস এক মাত্র বাঙালীর রয়েছে। বাংলা ভাষার এ ইতিহাস -ঐতিহ্য ও গৌরবের  কারনে বিশ্ব আজ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ শহীদদের শ্রদ্ধা জানাতে  প্রতিবছর ২১ ফেব্রুয়ারীতে দিবসটি পালন হচ্ছে।

 

ভারত ছাড়াও বিভিন্ন দেশের নাগরীক যারা বাংলা ভাষা প্রেমী ও সামাজিক সংগঠন প্রতিবছর বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে এবং কেউ পায়ে হেটে আসেন ২১ ফেব্রুয়ারীতে ঢাকার জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 

 

মনির হোসেন/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner