1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দ্বিতীয় পর্বের ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৩:১৩ পিএম দ্বিতীয় পর্বের ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু
ছবি সংগৃহীত

ঢাকাঃ এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা চার মুসল্লির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। আরেক মুসল্লি বাসচাপায় নিহত হয়েছেন।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। বাসচাপায় যিনি মারা গেছেন তার নাম আবুল কাশেম (৬৫)। বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। গাজীপুরের আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় মারা যান তিনি।

বার্ধক্যজনিত কারণে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- 
১. শেরপুর সদরের রামকৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫)। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
২. নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিন মিয়া (৬৪) মারা যান বেলা সাড়ে ৩টার দিকে।
৩. একই সময় দিনাজপুরের শিবনগর থানার মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০) মারা যান এবং
৪. রাত ৯টার দিকে মারা যান জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬৫)।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে ময়দানে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ ফজর নবীর উদ্দিনের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner