1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লন্ডন থেকেই বেগম জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন ডা: জোবায়দা

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৭, ২০২০, ০২:০২ পিএম লন্ডন থেকেই বেগম জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন ডা: জোবায়দা

ঢাকা: বাসায় ফেরার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  শারীরিক অবস্থার সার্বিক তদারকি করছেন লন্ডন থেকে পূত্রবধূ ডা: জোবায়দা রহমান। এছাড়া চিকিৎসা করছে দলের গঠিত মেডিক্যাল বোর্ড। বুধবার প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আগের চিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরার্মশ দেয় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড ।  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেভাবেই চিকিৎসা চলছে বেগম জিয়ার। 

তবে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে অনেকটাই শক্তিশালী বোধ করছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।


করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গুলশানের বাসভবন ফিরোজায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তাকে এখন বাসাতেই চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘তার তো শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না। হাঁটতে পারছেন না, বেশিক্ষণ বসে থাকতেও পারছেন না, গায়ে হাত দিলেই ব্যথা লাগছে তার। খাওয়া-দাওয়াও করতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। মুভ করানোর মতো অবস্থা নেই। তারও মতামত বাসাতেই থাকবেন।

পরিবার ও দলীয় নেতাকর্মীদের দেখার পর মানসিকভাবে অনেকটাই চাঙা হয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কোয়ারেন্টিনে যেসব প্যারামিটার থাকে সেগুলো দেখার জন্য তার ব্যক্তিগত চিকিৎসক আছেন, নার্স আছে।

তারাই উনাকে দেখাশোনা করবেন। বিএসএমএমইউতে যে চিকিৎসা দেয়া হচ্ছিল সেগুলোই কিছুটা  মোডিফাই করে ঠিক করা হয়েছে। বাকিটা একই আছে। মানসিকভাবে পরিবারের সদস্যদের কাছে পেয়ে হয়তো কিছুটা ভালো আছেন, শারীরিকভাবে কিন্তু তিনি খুবই খারাপ অবস্থায় আছেন। গতকাল জাহিদ হোসেনের সাথে ডা: মামুনও বাসায় গিয়ে বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নেন।

দুর্নীতির দুই মামলায় ২ বছরের বেশি সময় সাজা ভোগের পর শর্তসাপেক্ষে গত বুধবার ৬ মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী নিউজ/ডলি/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner