1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ইসলামী গণতান্ত্রিক পার্টি

‘দিল্লির সহিংসতা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ১০:১৩ পিএম ‘দিল্লির সহিংসতা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি’

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর যেভাবে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে তা সত্যিকার অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

তিনি বলেছেন, ‘ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর যেভাবে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, তা সত্যিকার অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি।  বিশেষ করে ভারত সরকার কর্তৃক পাস করা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তা ইতোমধ্যেই সহিংসতায় রূপ নিয়েছে। এবং এতে নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে তিনি এ কথা বলেন।

এম এ আউয়াল আরো বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের অপরিসীম সহযোগিতা বাংলাদেশ পেয়েছে, তা সত্যি অনস্বীকার্য।’ বাংলাদেশের জনগণ তা প্রতিমুহূর্তে অবদান হিসেবে মনে রাখছে, বলে মন্তব্য করেছেন এম এ আউয়াল।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছেন। সে কারণে এই দিল্লির সংঘাত যেন আর না ছড়াতে পারে, সে জন্য ভারত সরকারকেই ভূমিকা নিতে হবে।’

এম এ আউয়াল বলেন, ‘দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে যথাযথ ভূমিকা গ্রহণ করবে ভারত সরকার, এই প্রত্যাশা করি।’

একইসঙ্গে বিবৃতিতে এম এ আউয়াল বলেন, ‘হঠাৎ করেই বিদ্যুৎ ও ঢাকা-চট্টগ্রামে পানির মূল্যবৃদ্ধির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে।’


আগামীনিউজ/রাফি/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner