1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৩:৪৭ পিএম দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
ফাইল ছবি

ঢাকাঃ উন্নয়নের অংশীদার হিসেবে নারীকে সামনে নিয়ে আসার জন্য সরকার কাজ করছে  উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সমাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হলে নারী-পুরুষের একযোগে কাজ করা জরুরি। 

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী । 

নারী উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী সক্ষমতা অর্জনে আশ্রয়ণ প্রকল্পে যৌথ নামে বাড়ি হস্তান্তর করা হয়েছে। নীতিমালায় এটিও ছিল, যদি স্বামী-স্ত্রীর মধ্যে সংঘাত হয়, তাহলে ওই ঘরের মালিক কিন্তু মেয়েরাই হবে। মেয়ের কাছেই থাকবে এই সম্পত্তিটা। অর্থাৎ, মেয়েদের যেন একটা ঠিকানা থাকে। আর, বর্তমানে মুজিববর্ষ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। সে কারণেই কিন্তু ঘরের মালিকানা দেওয়ার সময় নারী-পুরুষ দুজনের নামই দেওয়া হয়েছে।’

নারীদের প্রতি সহিংসতা রোধ এবং নারীদের সুরক্ষা দেওয়ার জন্য বর্তমান সরকার বেশকিছু আইন ও কর্মপন্থা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অর্ধেক জনগোষ্ঠীকে আলাদা রেখে জাতির সঠিক উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘যেকোনো একটা অর্জনের পেছনে একজন নারীর যে অবদান থাকে, সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের এই সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে প্রয়োজন—নারী-পুরুষ নির্বিশেষে সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।’

অনুষ্ঠানে নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে প্রধানমন্ত্রীর পক্ষে জয়িতা পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner