1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধূমপান ছাড়তে ভরসা রাখুন এই ৩ পানীয়তে

নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ১২:৪১ এএম ধূমপান ছাড়তে ভরসা রাখুন এই ৩ পানীয়তে

ঢাকাঃ ধূমপানের স্বভাব খুব খারাপ। শরীরের অভ্যন্তরে মারাত্মক ক্ষতি করে এটি। মানুষের শ্বাসনালী খুব নরম প্রকৃতির হয়। এর মধ্যে এমন অনেক কোষ থাকে যেগুলি রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলে। অতিরিক্ত ধূমপানে সেই কোষগুলি পুড়ে যায়। ফলে ওই স্থানের প্রদাহ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় অনেকাংশে। একই সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা। 

অনেকে ধূমপানের অভ্যাস ছাড়তে চাইলেও পারেন না। কিছু খাদ্য ও পানীয়র মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। কোন কোন পানীয় ধূমপানের আসক্তি কমায়। চলুন জেনে নিই এমন তিনটি পানীয় সম্পর্কে- 

tea

আদা চা

চায়ে থাকে ক্যাফিন। অন্যদিকে আদার নানা ঔষধি গুণ রয়েছে। আদায় যেসব উপাদান থাকে তা ধূমপানের ইচ্ছা কমাতে সক্ষম। তাই, ভরসা রাখতে পারেন আদা চা তে। নিয়মিত এই চা পানে ধীরে ধীরে ধূমপানের ইচ্ছা কমে আসবে। 

kiwi

কিউয়ি স্মুদি

টানা ধূমপানের ফলে শরীরে ভিটামিন সি-র অভাব দেখা দেয়। যার জন্য নিকোটিনের চাহিদা আরও বাড়ে। কিউয়িতে রয়েছে ভরপুর ভিটামিন সি। এতে নানা ধরনের খনিজ পদার্থও থাকে। আপনি যদি ধূমপান ছাড়ার প্ল্যান করে থাকেন তবে কিউয়ি দিয়ে তৈরি করতে পারেন স্মুদি। এতে শরীর তো ভালো থাকবেই, কমবে সিগারেট খাওয়ার ইচ্ছা। 

juice

আদা-আনারসের শরবত

ধূমপান ছাড়তে সাহায্য করে এই পানীয়টি। ১০০ গ্রাম আদার রস, ৩০০ গ্রাম আনারসের রস, ১টি পাতিলেবুর রস, ১ চামচ চিনি, ৫-৬ টা পুদিনা পাতা মিশিয়ে শরবত তৈরি করে নিন। প্রতিদিন এক গ্লাস করে এই পানীয় পান করুন। 

কেবল পানীয়র ওপর ভরসা করলেই চলবে না। ধূমপান ছাড়তে স্বদিচ্ছাও থাকা চাই। 

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner