1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে বাতিল ২৭০০ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:২৭ এএম শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে বাতিল ২৭০০ ফ্লাইট
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীতকালীন ঝড়। আর এই ঝড়ের কারণেই পুরো দেশটিতে ২ হাজার ৭০০ টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বরফ মিলে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় দেশজুড়ে এসকল ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম এর তথ্য অনুযাযী, স্থানীয় সময় রোববার সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৭০০ টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে আছে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বহির্গমন এবং অভ্যন্তরীণ ফ্লাইটও।

এছাড়াও দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে বলেও জানা গেছে ওয়েবসাইটটির পরিসংখ্যানে। এক আমেরিকান এয়ারলাইন্সই রোববার তাদের ছয় শতাধিক ফ্লাইট বাতিল করে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার ও সোমবারজুড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বড় ধরনের শীতকালীন ঝড় এবং ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। ক্যারোলিনা অঞ্চলে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কাও করা হচ্ছে এই ঝড়ের ফলে। যোগাযোগ ব্যবস্থার ওপরেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রিয়ান কেম্প এক টুইট বার্তায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে এমন এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছেন জনগণের প্রতি।

এছাড়া জর্জিয়া বাদেও নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া রাজ্যের গভর্নররাও নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner