1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ-ভারতীয় কমলা হ্যারিস

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০২০, ০৯:১৬ এএম বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ-ভারতীয় কমলা হ্যারিস
ছবি : সংগৃহীত

ঢাকা : আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার (১১ আগস্ট) বাইডেন তার নিজের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন।

অনেক জল্পনার অবসান ঘটিয়ে বাইডেন যাকে বেছে নিলেন তাতে এই ভূমিকায় ৫৫ বছর বয়সী কমলা, যিনি প্রথম ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তি এবং এশিয়ান-আমেরিকান। তার বাবা কৃষ্ণাঙ্গ আমেরিকান ও মা ভারতীয়।

কমলা হ্যারিস ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী। 

নিজের রানিংমেটের নাম ঘোষণা করে এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানের সঙ্গে রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের মতো একজন নির্ভীক সৈনিক ও দেশের অন্যতম সেরা সরকারি এক কর্মচারীর নাম ঘোষণা করছি।’

এবারের নির্বাচনে রিপাবলিকান দলের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বাইডেন-কমলা জুটির।

ওবামা প্রশাসনে দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার সময় জানিয়েছিলেন তার রানিংমেট হবেন একজন নারী। অনেক কাটাছেড়ার পর শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় যে পাঁচ নারীর নাম ছিল, কমলা হ্যারিস ছিলেন শীর্ষে।

নিউইয়র্ক টাইমস বলছে, রানিংমেট নির্বাচিত হওয়ায় বাইডেন প্রেসিডেন্ট নির্বচিত হলে আগামী চার কিংবা আট বছরের জন্য ডেমোক্র্যাটদের ডি-ফ্যাক্টো নেতা হতে যাচ্ছেন কমলা হ্যারিস।

ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার পর কমলা হ্যারিস এক টুইট বার্তায় লিখেছেন, ‘জো বাইডেন মার্কিন জনগণকে একীভূত করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি এমন একটি দেশ তৈরি করবেন যা আমাদের আদর্শ অনুসারে চলবে’। 

তিনি আরও জানান, ‘ভাইস প্রেসিডেন্ট পদের আমাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে তার সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত এবং তাকে আমাদের সর্বাধিনায়ক হওয়ার জন্য যা করতে হবে তার জন্য সম্মান বোধ করছি’।

এদিকে, নাম ঘোষণার পর কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন থেকে শুরু করে গত নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। কমলার প্রতিদ্বন্দ্বীরাও তাকে অভিনন্দিত করেছেন। সূত্র : ইয়ন

আগামীনিউজ/এসপি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner