1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মঙ্গলগ্রহের ছবি পাঠাল আরব আমিরাতের ‘হোপ’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১০:৫৯ পিএম মঙ্গলগ্রহের ছবি পাঠাল আরব আমিরাতের ‘হোপ’
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানে পাঠানো মহাকাশযান হোপ রোববার প্রথমবারের মতো লাল গ্রহের ছবি পাঠিয়েছে। গত বছরের জুলাইয়ে অভিযান শুরুর সাত মাস পর গত মঙ্গলবার মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে পৌঁছায়।

এর ফলে সংযুক্ত আরব আমিরাত পঞ্চম শক্তিতে পরিণত হলো, যারা মহাকাশে গবেষণার জন্য মঙ্গলে যান পাঠিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ইউরোপ এবং ভারত 'লাল গ্রহ' নামের গ্রহটিতে অভিযান চালিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথের একটি বড় এলাকায় অবস্থান করছে। এতে গ্রহটির আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে গবেষণা সহজ হবে। সেই সঙ্গে মহাকাশযানের চোখ দিয়ে পুরো গ্রহটিকে এক নজরে দেখা যাবে।

মঙ্গলের সুস্পষ্ট ছবি তুলতে গ্রহের খুব কাছাকাছি অবস্থান করছে মহাকাশযান হোপ। সেখান থেকে একটি রোবট মঙ্গলপৃষ্ঠে অবতরণের কথা রয়েছে।

মঙ্গলপৃষ্ঠের ২৪ হাজার ৭০০ কিলোমিটার ওপর থেকে বুধবার হোপের উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয়েছে। ছবিটির ওপরের বাম দিকে লাল গ্রহটির উত্তর মেরু। ভোরের সূর্যের আলোর মতো উজ্জ্বল মধ্যভাগ হচ্ছে ‘অলিম্পাস মুন’। এটি সৌর জগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। আর ডান পাশে দিন ও রাতের যে রেখা দেখা যাচ্ছে, সেটিকে বলা হয় টার্মিনেটর।

আমিরাতের বিজ্ঞানীরা হোপের পাঠানো তথ্য নিয়ে মঙ্গলের পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণা করবেন। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে লাল গ্রহ মানুষের বসতিস্থাপনের যোগ্য কি না তার উত্তর খুঁজবেন বিজ্ঞানীরা।

মঙ্গলের কক্ষপথ থেকে হোপ মহাকাশযান পরীক্ষা করে দেখবে, মঙ্গলে একসময় থাকা প্রচুর পানি কোথায় হারিয়ে গেছে। মঙ্গলপৃষ্ঠ থেকে হাইড্রোজেন ও অক্সিজেনের ক্ষুদ্রতম একক বা নিউট্রাল অ্যাটম সংগ্রহ করে এই পরীক্ষা চালানো হবে।

গত বছরের ২০ জুলাই জাপানের তানিগাশিমা স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণের পর ঘণ্টায় ১ লাখ ২০ কিলোমিটার গতিতে মঙ্গলগ্রহের দিকে অগ্রসর হচ্ছিল। প্রায় ৫০০ মিলিয়ন কিলোমিটার পাড়ি দিতে এটির সময় লেগেছে প্রায় সাত মাস।

এর আগে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১ মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। ছবির পর লালগ্রহের একটি ভিডিও পাঠিয়েছে তিয়ানওয়েন-১। ভিডিওতে গ্রহটির পৃষ্ঠের সাদা গর্ত চোখে পড়ে। মঙ্গলের চারপাশে মহাকাশযানটি ঘোরার কারণে ভিডিওর দৃশ্য আলো থেকে অন্ধকারে পরিবর্তিত হতে দেখা যায়।

এই ভিডিও বিশ্লেষণ করে গ্রহটির মাটি ও বায়ুমণ্ডল নিয়ে গবেষণার পাশাপাশি মঙ্গলের ছবি সংগ্রহ, মানচিত্র তৈরি ও অতীত প্রাণের চিহ্নের খোঁজ করে ২০২২ সালে একটি মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্য চীনের।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner