1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইউটিউবে এলো ‘লাল মোরগের ঝুঁটি’ ট্রেলার

বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৩:৪৩ পিএম ইউটিউবে এলো ‘লাল মোরগের ঝুঁটি’ ট্রেলার
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নির্মাতা নূরুল আলম আতিকের দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ হলো সিনেমাটির ট্রেলার।

PaNduLipi KaRKHaNa নামের ইউটিউব চ্যানেলে ২ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যর ট্রেলারটি মুক্তি দেওয়া হয়। এই ট্রেলারটি নির্মাণ করেছেন, রাশিদ শরীফ শোয়েব। এর আগে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের সিনেমাটির অ্যানিমেশন টিজার।

রাশিদ শরীফ শোয়েব বলেন,‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা সিনেমাটি নিয়ে হাজির হচ্ছি। এটা একটা আনন্দের বিষয়। আমি ব্যক্তিগতভাবে সিনেমার ট্রেলারে সবকিছু বলে দেওয়ার পক্ষে না। তাই ট্রেলারটা সেইভাবে বানানো।

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এর বাইরে সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে।

‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এর মধ্যে আছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। এছাড়াও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

ছবিটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু। চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনায় সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীতে আছেন রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক, ফরহাদ রেজা মিলন।

গত ৭ নভেম্বর সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমা আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner