1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ন্যান্সির জন্মদিনে শুভেচ্ছা

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ১২:৪১ পিএম ন্যান্সির জন্মদিনে শুভেচ্ছা
ন্যান্সি

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির জন্মদিন আজ। ১৯৮৮ সালের আজকের এই দিনে তিনি যশোরের নড়াইলের লোহাগড়ায় জন্মগ্রহণ করেন। আগামীনিউজ পরিবার থেকে নন্দিত এই শিল্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।

জনপ্রিয় এ সংগীত তারকা ২০০৫ সাল থেকে গান শুরু করলেও ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমার ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন। সে বছরই ‘চন্দ্রগ্রহণ’ সিনেমার গানেও কণ্ঠ দেন। ২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’।

২০১১ সালে ‘প্রজাপতি’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মতো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। মাত্র ২৩ বছর বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। যা এর আগে কখনো কেউ এত কম বয়সে এ পুরস্কার পায়নি। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯ থেকে ’১৫ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন।

এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমাতে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় তার সঙ্গে দ্বৈত ‘দ্বিধা’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। এই গানের জন্য তিনি প্রথমবারের মতো ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার পান।

২০১০ সালে হাবিবের সংগীত পরিচালনায় ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমাতে ‘এত দিন কোথায় ছিলে’ এবং ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমাতে ‘বুকের ভিতর’ গানে কণ্ঠ দেন। এছাড়া তার রয়েছে বেশ কয়েকটি একক ও দ্বৈত অ্যালবাম।

প্রতিবারের মতো এবারের জন্মদিনেও ভক্তরা ভালোবাসায় সিক্ত করছেন এই গায়িকাকে। মোবাইল ফোনে খুদে বার্তা ও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন স্বজন ও ভক্তরা।

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner