1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বালিয়াকান্দিতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার ৬ আসামি গ্রেফতার

বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২০, ০৮:৪২ পিএম বালিয়াকান্দিতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার ৬ আসামি গ্রেফতার
সংগৃহীত ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা।

গ্রেফতারকৃত আসামীরা হলো বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রামের মৃত আমেদ আলী সেখের ছেলে রনি শেখ (২৫), আঃ রহমান মন্ডলের ছেলে আল আমিন মন্ডল (১৬), জাহিদ আলী ব্যাপারীর ছেলে মোঃ মহিউদ্দিন ব্যাপারী (১৬), নতুনচর গ্রামের নজরুল খানের ছেলে নাহিদ খান (১৮) আশ্চার্যপুর গ্রামের সিরাজুল ইসলাম সেখের ছেলে নিরু সেখ (২৫) ও একই গ্রামের আজিজুল ব্যাপারীর ছেলে রুবেল ব্যাপারী (২৫)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে ভিকটিমের মা বাদী হয়ে গত বৃহস্পতিবার ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই বহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৬আসামীকেই গ্রেফতার করতে সক্ষম হই। শুক্রবার দুপুরে আসামীদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হলে আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে দোষ স্বীকার করে।

উল্লেখ্যঃ গত (২৩জুন) মঙ্গলবার রাতেআসামীরা ঐ স্কুল ছাত্রীর বাড়ী থেকে অপহরণ করে নিয়ে পাশ^বর্তী বিলটাকিগাড়া নামক স্থানে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এঘটনায় ঐ ছাত্রীর মা বৃহস্পতিবার বালিয়াকান্দি থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ এজাহারভুক্ত ৬ আসামীকেই গ্রেফতার করে।

আগামীনিউজ/অনিক/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner