1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২৬৮

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৪:৫৪ পিএম ফরিদপুরে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২৬৮

ঢাকাঃ ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ নারীসহ আরও তিন জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বশেমুমেক হাসপাতালে ভর্তি হন মরিয়ম বেগম। পরে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


মৃত্যু হওয়া অপর নারী হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০)। তিনি গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বশেমুমেক হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাত সোয়া ৯টার দিকে মৃত্যু হয় তার।

এছাড়া ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের শেখ দলিলউদ্দিনের ছেলে শেখ ইসাহাক (৭৫) মারা যান। তিনি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হয়ে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ৩৩৭, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০০, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।


গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা প্রেস নোটে এসব তথ্য পাওয়া গেছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, গত ২১ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বশেমুমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন শতাধিক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বাইরের বিভিন্ন অঞ্চল থেকেও এসে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে চলতি বছর ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩১ জন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner