 
       
                    
          
          ঝিনাইদহঃ জেলার হরিণাকুণ্ডুতে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় আসিফ (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর -চটকাবাড়িয়া গ্রামের জিকে ক্যানেলের মাঝামাঝি এ ঘটনাটি ঘটেছে।
শিক্ষার্থী আসিফ ওই এলাকার তাহেরহুদা গ্রামের খয়বার হোসেনের ছেলে এবং আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী আসিফ। গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে আসিফ জানতে পারে যে, সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে ভিষণ কান্না কাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনরা শান্তনা দেন। পরে রাতে সবার অজান্তে গ্রামের পাশে জিকে সেচ ক্যানেলের উপর গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি পরীক্ষায় ফেল করার কারণে অভিমানে সে আত্মহত্যা করেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বুইউ
-20251013141837.jpg) 
    -20251013095452.jpg) 
     
     
     
    -20250923081410.jpg) 
     
     
     
    -20250815155757.jpg)