1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হরিরামপুরে ইট ভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত, আহত ৩

উপজেলা প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০২:১৭ পিএম হরিরামপুরে ইট ভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত, আহত ৩

মানিকগঞ্জঃ হরিরামপুরে ইটভাঙা মেশিন উল্টে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে, পাশাপাশি চালক ও ২ শ্রমিক আহত হয়েছে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া নয়টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার টু কান্ঠাপাড়া বাজার সড়কের নেপাল হালদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছেন।

নিহত শ্রমিক হেলাল মোল্লা (৫৬) উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হেলাল মোল্লা নামে একজন শ্রমিক নিহত হয়েছে ও তিন শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে। 

স্থানীয়রা জানান,  ইটভাঙা মেশিনটি চালাচ্ছিলেন মেশিনের মালিক উপজেলা শ্রমিক লীগ নেতা ইউসুফ দেওয়ান। মেশিন নিয়ে পিপুলিয়া যাওয়ার পথে নেপাল হালদারের বাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে সড়কে উল্টে যায়।এতে গাড়ির নিচে চাপা পরে শ্রমিক হেলাল মোল্লা। এসময় চালক ইউসুফ ও শ্রমিক ফরিদ ও রাব্বি আহত হয়। পরে স্থানীয়রা হেলাল মোল্লাকে হরিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

হেলাল মোল্লার প্রতিবেশী বাবু মোল্লা বলেন, ইটভাঙা মেশিন দিয়ে ইট ভাঙার কাজ করতেন হেলাল মোল্লা। এলাকায় সহজ সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ইটভাঙা মেশিন চাপা পরে মারা গেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শামিম মিয়া বলেন,  হাসপাতালে নিয়ে আসার আগেই হেলাল মোল্লা মারা গেছেন। শরীরে কোনো ক্ষত নেই।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner