1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাগুরায় সড়কে প্রাণ গেল দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

জেলা প্রতিনিধি, মাগুরা প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৯:৩১ এএম মাগুরায় সড়কে প্রাণ গেল দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

মাগুরাঃ চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই র‍্যাব সদস্য ও পিকভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরার রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায়, ঝিনাইদহ র‌্যাব-৬-এর একটি টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপ ভ্যানচালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে।

এ সময় র‌্যাবের টহল দলটি পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে মাগুরার সদর উপজেলার রাউতাড়া নামক স্থানে পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই র‌্যাবের এক সদস্য ও পিকআপ ভ্যানচালক নিহত এবং র‌্যাবের দুই সদস্য আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর র‌্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। 

আহত র‌্যাবের অন্য সদস্যকে গুরুতর আহতাবস্থায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner