1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৩:২১ পিএম সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক
সড়ক মেরামত শেষে গাড়ি চলাচল শুরু হয়েছে

রাঙ্গামাটিঃ বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের পর সড়ক মেরামত করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় সড়ক মেরামতের কাজ শেষে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর ফলে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামত করেছে ২০-ইসিবি।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ভারী বর্ষণ হয়। এতে নন্দারাম এলাকায় পাহাড়ধসে মাটি মূল সড়কে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙ্গামাটির সাজেক ভ্যালি। ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর থাকে জায়গাটি। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় পর্যটকরা ছুটে আসছেন। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,‌ ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়েন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সবমিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner