1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কলাপাড়ায় এবার ভিক্ষুকের টাকা ছিনতাই করে নিয়ে গেলো দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী) প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৬:০০ পিএম কলাপাড়ায় এবার ভিক্ষুকের টাকা ছিনতাই করে নিয়ে গেলো দুর্বৃত্তরা

পটুয়াখালীঃ কলাপাড়ায় এবার ভিক্ষুকের সারাদিনের কষ্টার্জিত ভিক্ষার চার হাজার টাকা ছিনিয়ি নিলো ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ মমতা শপিংমল এলাকায়।

ভিক্ষুক আব্দুর রশিদ হাওলাদার (৮০) জানান, মঙ্গলবার ছিলো কলাপাড়া পৌর শহরে সাপ্তাহিক হাটের দিন। এদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে। সন্ধ্যার পর সারা দিনের উপার্জিত টাকা গুছাচ্ছিল। এ সময় ৪/৫ জন কম বয়েসী ছেলেরা এসে চারি দিকে ঘিরে বসে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার প্রায় চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় চাকু বের করে হুমকি দিয়ে যায়। তাই ভয়তে ডাক চিৎকার দিতেও সাহস পাইনি।

তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে।বাড়িতে ছোট এক ছেলে রয়েছে।  এক মেয়ে তা এখন স্বামীর বাড়িতে। স্ত্রী মারা গেছে। সেকারনে এক ছেলে নিয়েই তার সংসার। সংসারের অভাবের কারনে সে প্রায়শই নদীতে পোনা মাছ ধরে। তাই বাধ্য হয়েই ভিক্ষা করতে হচ্ছে। টাকাগুলো নিয়ে যাওয়ায় আমাকে অনেক দিন না খেয়ে থাকতে হবে।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এখনো এধরনের কোনো ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner