1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইভিএমে মিলছে না ছাপ, আঙুল ঘষার হিড়িক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ১২:৫৩ পিএম ইভিএমে মিলছে না ছাপ, আঙুল ঘষার হিড়িক

ঠাকুরগাঁওঃ জেলার রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে উপজেলার হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়। 

সকালে নন্দুয়া ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা। কিন্তু ভোট দিতে এসে দেখেন তাদের আঙুলের ছাপ নিচ্ছে না ইভিএম মেশিন। পরে টিউবওয়েলের পাশে ঘষে ঘষে আঙুল পরিষ্কার করতে দেখা যায় অনেক ভোটারকে।

সেখানে আঙ্গুল পরিষ্কার করতে দেখা যায় সায়মা আক্তার (৩৫) নামের এক নারী ভোটারকে। তিনি বলেন, ‘এবার প্রথম ইভিএম মেশিনে ভোট দিচ্ছি। কিন্তু মেশিনে আমার আঙ্গুলের ছাপ নিচ্ছে না। সে জন্য আঙ্গুল ঘষে পরিষ্কার করছি।’

জিল্লুর রহমান নামের ভোটারকে দেখা যায় মোটরসাইকেলের পেট্রোল বের করে হাত পরিষ্কার করতে। তিনি বলেন, ‘প্রথমবার মেশিনত ভোট দিবা আসিনু আঙ্গুলের ছাপ নেয় না। ওই তানে গাড়ির তেল দেহেনে হাত পরিষ্কার করছু।’

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner